মহামারি করোনাভাইরাসে ক্রিকেটার সাকিব আল হাসানের বাবার পর এবার মা কোভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাকিবের মা শিরিন রেজার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এর আগে (১৯ জুলাই) গত রোববার সাকিবের বাবা মাশরুর রেজার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তাঁরা দুজনই মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো।

সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, মাশরুর রেজার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁর স্ত্রীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তাঁরা দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন।

এর আগে করোনা মোকাবিলায় নিজ জেলা মাগুরা বেশ সক্রিয় ছিলেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও নিজ উদ্যোগে করোনার এই কঠিন সময়ে গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৮ জন।

আরও পড়ুন-