পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) এক কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। যাতে ব্যাংকটির সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী সঙ্গে আলোচিত প্রতারক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আসামি করা হয়েছে।
দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রোববার ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে মোট চারজনের বিরুদ্ধে এ মামলা করেন বলে সংস্থাটির মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
মামলায় সাহেদ ছাড়া অন্যান্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, তার ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল।



মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে এক কোটি টাকা তোলেন। যা সুদ আসলসহ হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকা।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং অর্থ পাচার প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২২ জুলাই এনআরবি ব্যাংকের এক কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।
আগের দিন ২১ জুলাই পদ্ম ব্যাংকের প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাবুল চিশতীসহ ছয় জনকে আসামি করে মামলা করেছে কমিশন।
অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ অন্যান্য মাধ্যমে পদ্মা ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে এখন পর্যন্ত আটটি মামলা করেছে দুদক।
আরও পরুন-
- করোনায় চিকিৎসক প্রসূতি ও নবজাতকের করুণ মৃত্যু
- স্ট্রাগল করে এ্যাচিভ করার দর্শনের নামই- ‘জয়’!
- ‘ভালোর মূল্যায়ন আর খারাপের সমালোচনা করুন’
- বন্যার পানিতে নেমে ত্রাণ দিলেন হিরো আলম