পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ ও চেক প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে টিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পটুয়াখালী-৪ আসেনর সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।

এসময় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ১১৭ বান্ডিল ঢেউ টিন এবং প্রতিজনকে দুই হাজার টাকার চেক প্রদান করা হয়।

আম্পানে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন ও চেক প্রদান করেছেন এমপি মহিব 1

টিন বিতরণকালে উপস্থিত ছিলেন- এমপির সহধর্মিণী ও আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি মোঃ আলী আহম্মেদ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মু.সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল হোসেন আবু, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল মৃধা, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন।

এছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-