রাজধানীর ধানমন্ডি লেকের সৌন্দর্য দেখেছেন অনেকেই। কিন্তু লেকের এমন অচেনা রূপ এর আগে কেউ দেখেনি। রাজধানীতে টানা কয়েকদিনে বৃষ্টিতে বেশ বেড়েছে ধানমণ্ডি লেকের পানি। তলিয়ে গেছে লেকের পাশে বসা ও হাঁটার পথ। লেকের পানি নিরসনের ব্যবস্থায় ত্রুটি থেকে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা।

ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 1
টানা বর্ষণে ভেসে গেছে লেকে হাটার ও বসার জায়গা। ছবি- ফাহাদ ইবনে আলম।

গত কয়েকদিনের টানা বর্ষণে লেকের পানি দুকূল ছেপে, ভাসিয়ে দিয়েছে আশপাশের পুরো এলাকা। লেকের সৌন্দর্য পিপাসুরা বলছেন প্রিয় লেকের এমন রূপ আগে কখনও দেখেননি তারা।

ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 2
টানা বর্ষণে ভেসে গেছে লেকে হাটার ও বসার জায়গা। ছবি- প্রকৃতিযাত্রী থেকে সংগ্রহীত।
ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 3
লেকের এমন অবস্থা দেখে নেটিজনরা মকারি করে বলছেন, গরীবের রাতারগুল। ছবি- ফাহাদ ইবনে আলম।

এলাকাবাসী জানায়, লেকের এমন রূপ আগে কখনও দেখিনি। ছোটো ছোটো দ্বীপের মত হয়ে গেছে। যেখানে হাঁটাচলা করতাম সেখানে ছোটো ছোটো মাছ খেলা করছে।

ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 4
লেকের এমন অবস্থা দেখে নেটিজনরা মকারি করে বলছেন, গরীবের রাতারগুল। ছবি- ফাহাদ ইবনে আলম।

দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দুষলেন তারা। তবে শিগগিরই নগরীর মনোমুগ্ধকর লেকটি ফিরে পাবে তার আপন রূপ, এমন প্রত্যাশা নগরবাসীর।

ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 5
পানি ঊঠে গেছে রেস্টুরেস্টেও। ছবি- ফাহাদ ইবনে আলম।
ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 6
পানি ঊঠে গেছে রেস্টুরেস্টেও। ছবি- প্রকৃতিযাত্রী থেকে সংগ্রহীত।

আর লেকের এমন করুণ অবস্থা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনরা মকারি করে বলছেন, ধানমন্ডি লেক এখন গরীবের রাতারগুল!

ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 7
ডুবে গেছে রবীন্দ্র সরোবরের নাট্যমঞ্চও! ছবি- প্রকৃতিযাত্রী থেকে সংগ্রহীত।
ধানমন্ডি লেক যেন 'মিনি রাতারগুল'! 8
লেকের এমন অবস্থা দেখে নেটিজনরা মকারি করে বলছেন, গরীবের রাতারগুল। ছবি- ফাহাদ ইবনে আলম।

আরও পড়ুন-