মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলো একটি হচ্ছে ঈদুল আযহা। ত্যাগ ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব। প্রতিবছর জিলহজ্ব মাসের ১০ তারিখ এই উৎসব পালন করেন ধর্মপ্রাণ মুসলমান। হযরত ইব্রাহিম আলাই সালাম এর পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে কোরবানির প্রচলন শুরু হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকাবাসী ঈদুল আযহা উদযাপন করবেন। অন্যান্য বছরের ন্যায় এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে নানা আয়োজন চলছে তবুও এই আয়োজনের মধ্যে ভাটা পড়েছে করনা মহামারী। গত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী মোট রোগীর সংখ্যা ২৭৭২ নতুন করে এবং মৃত্যু ২৮ জনের।

এমন অবস্থায় ঢাকাবাসী এক ভিন্নধর্মী ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই গরুর হাটগুলো ফাঁকা হয়ে গিয়েছে রাস্তাঘাটে মানুষজন কমে গিয়েছে। অন্যান্য বারের ন্যায় এবার অনেকটা নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জাতীয় ঈদগাহ পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত পালনের জন্য নির্দেশনা দিয়েছেন এছাড়া সকলের প্রতি কোরবানির সময়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সকলকে ঈদ উদযাপনের জন্য অনুরোধ করা হয়েছে। কোরবানি শেষে কোরবানির বর্জ্য যথাযথভাবে নিষ্কাশন করার নির্দেশনা রয়েছে।

কাঁচা চামড়া পাচার রোধ এবং ক্রয়-বিক্রয়কালে ব্যবস্থা সক্রান্ত নির্দেশনা সমূহ-

১. নগদ অর্থ বহনকালে যানবাহন সরবরাহ সাপেক্ষে মানি এস্কর্ট প্রদান করা হবে।

২. চামড়া ব্যবসায়ীদের নগদ অর্থ নিয়ে নিরাপদ স্থানে রাত্রি যাপন করতে হবে।

৩. কাঁচা চামড়া পাচার রোধে ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে থাকবে চেকপোস্ট এবং নদী পথে থাকবে নৌ-টহলের ব্যবস্থা।

৪. বাইরে থেকে শুধুমাত্র কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করবে, কোন কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা থেকে বাইরে যেতে পারবে না।

৫. চামড়া ক্রয়-বিক্রয়ের ব্যাপারে কেউ যাতে সিন্ডিকেট করতে না পারে তার ব্যবস্থা করা হবে।

৬. আমিন বাজার টার্মিনালের পাশে রাস্তার উপর কাঁচা চামড়া রাখা যাবে না।

৭. হাজারী বাগ এলাকায় রাস্তার উপর রাত ১১টার পর কাঁচা চামড়া রাখা যাবে না।

৮. কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন-