ট্রেনে চড়বে গরু, আসবে ঢাকায়- এমন অপেক্ষা ছিলো। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার বাইরে থেকে ট্রেনে চেপে গরুর প্রথম চালান রাজধানীতে পৌঁছেছে।
বুধবার (২৯ জুলাই) সকালে জামালপুরের ইসলামপুর থেকে গরুবাহী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় বলে পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান। তিনি বলেন, ২৫টি ওয়াগনে মোট ২৭০টি গরু এসেছে। গরু প্রতি মাত্র ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।
কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল জুলাইয়ের প্রথম দিকে। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ট্রেন পরিচালনা করতে পারছিল না রেলওয়ে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা জানান, “বুকিং না থাকায় এ অঞ্চল থেকে কোনো পশুবাহী ট্রেন চালু করা সম্ভব হয়নি।”



মহামারী করোনার কারণে তৈরী হওয়া পরিবহন সংকট সমাধানে আমের মৌসুমে রেলওয়ে আম পরিবহনের জন্য ‘ম্যাংগো স্পেশাল’ নামে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ট্রেন পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় আম পরিবহন করেছিল। সে ধারাবাহিকতায় এবার গরু পরিবহণ করলো বাংলাদেশ রেলওয়ে।
ট্রেনে করে গরু পরিবহনের ঘটনা এর আগে হয়েছে ২০০৮ সালে, সেবার জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করেছিল রেলওয়ে।
আরও পড়ুন-
- ‘এক মা দুইদিন ধরে বাচ্চাকে শুধু আটা গুলিয়ে খাওয়াচ্ছে’
- শফিউল বারীর মৃত্যুতে ছাত্রলীগ নেতার আবেগঘন পোস্ট
- পিএইচডি গবেষক এখন ফুটপাতের ফল বিক্রেতা
- স্কুল নির্মাণে রডের পরিবর্তে কঞ্চি, ভেঙে পড়লো টয়লেট