প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখা খোলা চিঠিতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী অনুরোধ জানিয়েছিলেন, খালেদা জিয়াকে দেখতে যাওয়ার। সে চিঠি নিয়ে আজ দৈনিক যুগান্তরে ড. মাহবুব উল্লাহ “প্রধানমন্ত্রী আমলে নিবেন কিনা” শিরোনামে একটি কলাম লিখেছেন। এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকের জন্য সেটি হুবুহু তুলে ধরা হলো-

“সকালে দৈনিক যুগান্তরে একটি লেখা পড়লাম। লিখেছেন ড. মাহবুব উল্লাহ। তিনি লেখাটি লিখেছেন ড. জাফরুল্লাহ’র একটি চিঠিকে কেন্দ্র করে। ড. জাফরুল্লাহ একটি চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী যেন খালেদা জিয়াকে দেখতে যান। এটাকে কেন্দ্র করেই ড. মাহবুব উল্লাহ “ প্রধানমন্ত্রী আমলে নিবেন কিনা” শিরোনামে লেখাটি লিখেছেন।

একজন বিজ্ঞ,বিদ্বান মানুষ তিনি। কিন্তু লেখায় তিনি অনেক ভুল তথ্য দিয়েছেন। এক জায়গায় তিনি লিখেছেন ”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া যখন মারা যান তখন বেগম জিয়া দেখতে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি খালেদা জিয়ার সাথে দেখা করেননি।”- এই মিথ্যা,বানোয়াট, ভুল তথ্য তিনি কোথায় পেলেন? ওনার মতো ব্যক্তির নিশ্চয় ফরমায়েশি ভুল তথ্য দিয়ে লেখা উচিত না। আমার বিশ্বাস ১০মে ২০০৯ এর পত্রিকাগুলোর সংবাদ দেখলে নিশ্চয় তিনি এই ভুল করতেন না। আর যদি এই লেখাও ভুল ইতিহাস লেখার ধারাবাহিকতা তাহলে একরাশ নিন্দা। এছাড়া তিনি এখানে বেগম জিয়াকে ঐসময়ের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।

তারা দুইজন আরেকটি কথা বলেছেন তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন খালেদা জিয়াকে দেখতে যান। এখানে তাদেরকে অবশ্যই কমনসেন্স ব্যবহার করা উচিত ছিল। জামিনে থাকা কোনো সাজাপ্রাপ্ত আসামিকে দেশের প্রধানমন্ত্রী যদি দেখতে যান তাহলে এই ড. মাহবুব উল্লাহ এবং ড. জাফরুল্লাহ চৌধুরীরই দেশে আইনের শাসনের নেই- এই প্রশ্ন তুলে তুলোধুনো করতেন। এতিমের টাকা আত্মসাৎ মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি , বর্তমানে জামিনে আছেন। কোনো সাজাপ্রাপ্ত আসামিকে দেশের প্রধানমন্ত্রী দেখতে যেতে পারেন না।”

আরও পড়ুন-