মহিলা অধিদপ্তর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ও যুগ্মসচিব মো. ফখরুল কবির। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত আড়াইটার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি। ৫৫ বছর বয়সী ফখরুলের বাড়ি পটুয়াখালী জেলায়। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের একটি মেয়ে আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মাসের (জুন) শুরুতে ফখরুল কবিরের সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সোমবার স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সচিব কাজী রওশন আক্তার। শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, “ফখরুল কবির ছিলেন একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার একনিষ্ঠ অবদান তাকে স্মরণীয় করে রাখবে।”