ছিনতাইকারী

সিসিটিভি ফুটেজ দেখে ভয়ানক এইসব উৎপাত বন্ধ করা ওই এলাকার পুলিশের জন্য কয় ঘন্টার কাজ? যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদের এমন নীরবতার মানে কি দাঁড়ায়?

না, এটি কোনো অজপাড়া গাঁয়ের দৃশ্য নয়। এমন কি লোকচক্ষুর আড়ালে কোনো গলি-ঘুপচিও নয়। ছবির দৃশ্যগুলো খোদ রাজধানী শহরের। আরও স্পষ্ট করে বললে, কারওয়ান বাজারের নাকের ডগায়। অন্য অনেকের মতো আমিও সার্ক ফোয়ারার এই চত্ত্বর পেরিয়ে নিত্য অফিসে যাই, বাসায় ফিরি।

করোনার এই কঠিন সময়েও এখানে নিত্য মানুষ গিজগিজ করে। থাকে ট্রাফিক পুলিশ, নয়তো সংশ্লিষ্ট থানার টহল টিমের কম করে হলেও জনা দশেক সদস্য। এই ব্যস্ত মোড়ে অসংখ্য মানুষের চোখের সামনে একদম দিনে দুপুরে এভাবে ব্লেড বা ছুড়ি হাতে ঘুরতে থাকা ছিনতাইকারীর দৃশ্য নতুন কিছু নয়।

আমাদের প্রশাসনের গায়ের চামড়া এতোই মোটা হয়েছে এবং চোখে এমনই পুরু ছানি পড়েছে যে, চলন্ত মটরসাইকেল, রিকশা কিংবা বাস থেকে মোবাইল, হ্যান্ডব্যাগসহ সাধারণ মানুষের প্রয়োজনীয় মালামাল কেটে অথবা ছিনিয়ে বীরদর্পে ছিনতাইকারী চলে গেলেও পুলিশের কেউ এগিয়ে আসা দূরে থাক, টু শব্দটিও করে না। অথচ মন্ত্রী বা উর্ধ্বতনকর্তার গাড়ী এলে এরাই বেশ তৎপর হয়ে ওঠে।

অবাধে ঘুরছে ছিনতাইকারী, দেখার কেউ নেই? 1
এভাবেই ভরদুপুরে চলছে ছিনতাই, দেখার কেউ নেই?

একবার দেখলাম এক মন্ত্রীর গাড়ী যাবে বলে, ফোয়ারার বেদীতে দাঁড়িয়ে থাকা একজন পথচারীর জামার কলার ধরে রাস্তায় টেনে ফেলে দিল এক পুলিশ কর্মকর্তা। প্রতিবাদ করে ডিসি ট্রাফিককে নালিশ করব বলতেই, চিৎকার করে আক্রমণকারী বলল, স্যারকে বইলেন আমি কারওয়ান বাজারের টিআই। বুঝতে বাকি রইল না, গুরু-শিষ্যের কানেকশন মজবুত।

তো এইসব টিআই ভাইয়েরা তুচ্ছাতিতুচ্ছ পথচারীদের উপর চড়াও হলেও দিনে-দুপুরে ভয়ানক ছিনতাইকারীদের দেখেও দেখে না। কে জানে, সন্ধ্যার পর তাদের হয়তো আলাদা কোথাও দেখা হয়। নইলে দিনের পর দিন এতো জরুরি একটা স্থানে এইসব চলতে পারে?

মাদকসেবী এইসব গুটিকয় ছিনতাইকারীরা এতো বেপরোয়া যে, কেউ দেখে ফেললে, প্রতিবাদ করলে, তাদের উপর ছুড়ি হাতে উল্টো চড়াও হয়। এসব পরিস্থিতিতে আমার মতো অন্যায় সহ্য করতে না পারা ঘাড় তেড়া কোনো লোক থাকলে, বড় যে কোনো দূর্ঘটনাও ঘটে যেতে পারে।

আচ্ছা আমাকে বলেন তো, সিসিটিভি ফুটেজ দেখে ভয়ানক এইসব উৎপাত বন্ধ করা ওই এলাকার পুলিশের জন্য কয় ঘন্টার কাজ? যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদের এমন নীরবতার মানে কি দাঁড়ায়?

করোনাকালে সারা দেশজুড়ে পুলিশের যে সাহসিকতা, সকল বিশেষায়িত ইউনিটগুলোর যে কর্মতৎপড়তা তাতে অন্য যে কোনো সময়ের তুলনায় পুলিশের ইমেজ এখন অধিক জনবান্ধব। কিন্তু আগেও দেখেছি, কেবল এই করোনার সময়ে নয়, মাঠপর্যায়ের কিছু কর্মকর্তার দৃষ্টিকটু দায়িত্ব অবহেলায় প্রশাসনের সামগ্রিক অর্জণগুলো প্রশ্নবিদ্ধ হয়।

করওয়ান বাজার এলাকায় প্রায় নিয়ম হয়ে দাঁড়ানো এই চুরি-ছিনতাইয়ের ঘটনার আজকের এই ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেন। তাকে বিশেষ ধন্যবাদ।

লিখেছেন- আবদুল্লাহ আল ইমরান

আরও পড়ুন-