“মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে উপজেলা ছাত্রলীগ।
গতকাল (১৯ জুন) শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু হয়। উপজেলা ছাত্রলীগের নেতা ফয়সাল আহমেদ শুভ ছাড়াও বৃক্ষ রোপন কার্যক্রমে অংশ গ্রহন করেন অন্যান্য নেতা-কর্মীরা।
বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে শাহারাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ শুভ জানান, মুজিব শতবর্ষে উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ও, চাঁদপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ জহির উদ্দিন ভাই ও সাধারন সম্পাদক জনাব মোঃ সাদ্দাম হোসেন খান ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে শাহারাস্তি উপজেলা ছাত্রলীগ আজ সূচীপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করে।
আরও পড়ুন-