কক্সবাজারের পর্যটন উদ্যোক্তা বাহারছড়া এলাকার বাসিন্দা এম সায়েম ডালিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


তিনি শুক্রবার (৫ জুন) বিকেলে উখিয়ার বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর।


এর আগে মঙ্গলবার (২ জুন) কক্সবাজার মেডিকেলের ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
ওই দিনই তিনি রামুর ডেডিকেটড হাসপাতালে ভর্তি হন। সেখানে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে উখিয়ায় ইউএইসআরের গঠিত বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫জুন) সন্ধ্যা ৬ টার দিকে অবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়েন।


তার শ্বাসকষ্ট তীব্রতর হলে আইসিইউর প্রয়োজন হয়। আজ শুক্রবার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।
মোহাম্মদ সায়েম ডালিম হিমছড়ির পর্যটন কেন্দ্রের উদ্যোক্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।