করোনাভাইরাস পরীক্ষার জন্য গণস্বাস্থ্যে কেন্দ্রের উদ্ভাবিত কিট সম্পূর্ণ কার্যকর নয় বলে সিদ্ধান্ত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বুধবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমের নেতৃত্বে ৬ সদস্যের দল এক মাসের গবেষণায় এর অকার্যকারিতার বিষয়টি পরীক্ষা নিশ্চিত হয়েছে।
ডা. কনক কান্তি জানান, গণস্বাস্থ্যের কিট ব্যবহার করে উপসর্গের প্রথম দুই সপ্তাহে ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। তবে যেসব এলাকায় পিসিআর ল্যাব নেই অথবা কোভিড উপসর্গ থাকা স্বত্ত্বেও করোনা টেস্টে নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে।