করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান। শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনি।
ডা. গাজী জহিরুলের মৃত্যুর পরপরই এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
জানা গেছে, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়াসহ নানা জটিলতা দেখা দেয় তার। অবস্থার অবনতির কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। একাধিকবার তার কিডনি ডায়ালিসিস করতে হয়। শেষ পর্যায়ে তিনি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে ছিলেন।