বাংলাদেশ পুলিশে ৩৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত এসপি শামীমা আক্তার সুমী’র করোনা ভাইরাস পজিটিভ।
শুক্রবার রাতে শামীমা আক্তার সুমি’র স্বামী মোঃ জাহিদুল ইসলাম সোহাগ তার ফেসবুকে এ তথ্য জানান।
জাহিদুল ইসলাম তার ফেসবুকে লিখেন, ‘শামীমা করোনা পজিটিভ! আমি পুলিশ অফিসার্স মেসে উঠেছিলাম পরিবারকে নিরাপদ রাখতে।’
তিনি লিখেন, ‘কিন্তু সে নিজেও পুলিশের একজন এএসপি এবং তাকেও রেগুলার অফিস করতে হয়। সবার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আজ সে নিজেই পজিটিভ।’
এছাড়াও লিখেন, ‘বাসায় ১০ মাসের দুধের শিশু তাহিন, কি করব কিছুই বুঝতে পারছি না। আল্লাহ সহায় হবেন ইনশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন।’