পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঢাকার একটি ল্যাবে করোনা পরীক্ষার ফলাফল থেকে আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানা যায়। তবে তাঁর শরীরে করোনা সংক্রমণের কোনো উপসর্গ নেই। এখন পর্যন্ত শারীরিক অবস্থা ভালো।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন স্থানে গিয়েছেন। বহু মানুষের সঙ্গে কথা বলেছেন।
এরই মধ্যে তিনি স্বইচ্ছায় তিন দিন আগে ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষা করতে দেন। সেখান থেকে পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ বলে জানানো হয়। তবে তাঁর শরীরে কোভিড-১৯–এর কোনো উপসর্গ নেই। ফলে আপাতত তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন।