দেশে নভেল করোনাভাইরাসে শনাক্ত হওয়ার ১০০তম দিনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন করোনা রোগী। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হলেন ৯০ হাজার ৬১৯ জন ব্যক্তি। আর গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো ১,২০৯ জনের।
সোমবার (১৫ই জুন), রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,০৩৮টি। এরমধ্যে ৩,০৯৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৬১ শতাংশ। এছাড়া, এ পর্যন্ত এই রোগ থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ২৭ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৫৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১০,০২৬ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫,৮১৮ জন।
তিনি আরও জানান, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ২৫ জন হাসপাতালে ও ১১ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় এবং ২ জন হাসপাতালে নিয়ে আসার পরপরই মারা যান।