করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোক করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।তার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার তিনি বলেন,নাসিমের চিকিৎসা চলতে থাকবে, তবে তার অবস্থার আরও অবনতি ঘটেছে।

এদিকে তৃতীয়বার নমুনা পরীক্ষায়ও তার করোনা নেগেটিভ ধরা পড়ায় নাসিমকে বিদেশ নিয়ে চিকিৎসা দিতে চাচ্ছে পরিবার। এ বিষয়ে চিকিৎসকরা কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে কনক কান্তি বলেন, পরিবার এমন কোনো সিদ্ধান্তের কথা এখনও আমাদের জানায়নি।তারা যোগাযোগ করছেন, কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। আর আমাদের পরামর্শ হচ্ছে, পরিবার যদি চান, বিদেশ নিতে পারেন। কিন্তু সঠিক ব্যবস্থা করে নিতে হবে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল।

নাসিমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার বিষয়ে সায় দিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান।তবে কোমায় থাকা নাসিমের স্বাস্থ্যের যে অবস্থা তাতে করে ভ্রমণে তার স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও ভাবা হচ্ছে।

নাসিমের পরিবারের একটি সূত্র বৃহস্পতিবার সকালে জানায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছে তাদের আছে। মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় খোঁজ নিতে শুরু করেছেন পরিবারের সদস্যরা।সিঙ্গাপুরে চিকিৎসার কাগজপত্র পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে।তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।