গত আট দিন ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। তার একজন চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘লাইফ সাপোর্টে’ আছেন বলে।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, সেদিনই পরীক্ষায় করোনা পজিটিভ হন এই নেতা। এর মধ্যে শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

মোহাম্মদ নাসিমের চিকিতসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া সোমবার সন্ধায় জানান, “উনার অবস্থার কোনো উন্নতি নেই। আগের অবস্থাতেই আছেন। ক্রিটিক্যাল অবস্থায় যাওয়ার পর থেকেই লাইফ সাপোর্টে আছেন।”