করোনা আক্রান্ত

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনসহ তার পরিবারের ১০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সহ এ পর্যন্ত আটজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

বুধবার রাতে, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে জানা যায়, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাংসদের স্ত্রী, ছেলে ও নাতি রয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে সাংসদ মোছলেম উদ্দিন সহ পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে পাঁচজনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ।