সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকিব্বর খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ গ্লোবালকে তাঁর ব্যক্তিগত সহকারী কয়েস মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে সাংসদের মোকাব্বিরের করোনা পরীক্ষার ফল আসে। এতে পজেটিভ ধরা পড়ে।
সাংসদ মোকাব্বির সুস্থ আছেন জানিয়ে কয়েস বলেন, তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। মানসিকভাবেও চাঙ্গা আছেন। তবে এখনও হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
এরআগে গতকাল মোকাব্বির শ্বাসকষ্ট নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন।
প্রসঙ্গত- গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।