১৭ দিনের লড়াই শেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বুধবার হেয়ার রোডের সরকারি বাসায় ফিরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ জুন উশৈসিংকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল, দীর্ঘ ১৭ দিন সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “মন্ত্রীর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় বুধবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তিনি হেয়ার বোডের বাড়িতে উঠেছেন।”
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৬২ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট মোট আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৬৬০ জন এবং মোট মৃত্যু ১ হাজার ৫৮২ জন।