দুপুরেই চাউর হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খানিক আগে সেটি ফেসবুকে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
নিজের করোনা পজেটিভ রিপোর্ট ফেসবুকে পোস্ট করে মাশরাফি লিখেছেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।”
তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছেন জানিয়ে মাশরাফি আরও লিখেছেন, “আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
মাশরাফির ফেসবুক পোস্টে করোনা থেকে মুক্ত হয়ে উঠার জন্য দোয়া করছেন ভক্ত ও সমর্থক সহ শুভাকাঙ্ক্ষীরা। আইসিটি প্রতি মন্ত্রী জুলায়েদ আহমেদ পলক লিখেছেন, মহান আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।
এর আগে মাশরাফি জানিয়েছিলেন, “জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত কোনো সমস্যা নেই। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নিজেকে আলাদা করে রেখেছিলাম। এখনও বাসায়ই থাকছি। গুরুতর কিছু নেই, ঠিক আছি। অনেক ইনজুরি হলো জীবনে, ডেঙ্গু হলো, এবার কোভিড। এসব ধাক্কা আমার সয়ে গেছে এখন। মনোবল চাঙ্গা আছে। সবাই দোয়া করবেন।”
গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।
আরও পড়ুন-
- সাংসদ মাশরাফি করোনা পজিটিভ
- করোনায় আক্রান্ত নাফিস ইকবাল
- এবার করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক