জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ১৮ জুন থেকে দুদিন ধরেই জ্বর মাশরাফির। সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথাও আছে বেশ। শুক্রবার ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শনিবার ফলাফল পজিটিভ এসেছে এই সংসদ সদস্যের।

মাশরাফি জানালেন, আপাতত বাসায় থেকেই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন তিনি।

“জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত কোনো সমস্যা নেই। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নিজেকে আলাদা করে রেখেছিলাম। এখনও বাসায়ই থাকছি। গুরুতর কিছু নেই, ঠিক আছি। অনেক ইনজুরি হলো জীবনে, ডেঙ্গু হলো, এবার কোভিড। এসব ধাক্কা আমার সয়ে গেছে এখন। মনোবল চাঙ্গা আছে। সবাই দোয়া করবেন।”

মাশরাফির শ্বাশুড়ি, শ্যালিকা ও শ্যালিকার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। ঢাকার হাসপাতালে আসার আগে তারা ছিলেন নড়াইলে। তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছেন অন্য কোনোভাবে। তার স্ত্রী-সন্তানদের কোনো উপসর্গ এখনও পর্যন্ত নেই।