ক্রীড়াঙ্গনে করোনার থাবা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার করোনাভাইরাসে আক্রান্তের খবরে ভেঙ্গে পড়েছেন ক্রিকেটার ও শুভাকাঙ্ক্ষীরা। সতীর্থের সুস্থতা কামনা করেছেন মুশফিকুর রহিম, রুবেল রহমানসহ অনেক ক্রিকেটারা। দোয়া প্রার্থনা করছেন মন্ত্রী, সাংবাদিক ও অভীনেত্রী সহ সবাই।
মাশরাফিকে সবসময় চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে মুশফিকুর রহিম বলেছেন, “ইনশাআল্লাহ আপনি সমস্ত প্রতিকূলতাকে পরাভূত করবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করছে ভাই, দেশ আপনাকে প্রয়োজন।” জাতীয় দলের আরেক সতীর্থ সৌম্য সরকার লিখেছেন, আশা করি আপনি মাঠের যোদ্ধাদের মতো লড়াই করেছেন এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। আমি আরও প্রার্থনা করি আমাদের দেশে COVID-19 এর সাথে লড়াই করাদের জন্য। সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক।
করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ক্রিড়া সাংবাদিক দেবোব্রত মুখোপাধ্যায়। মাশরাফিকে নিয়ে তিনি লিখেছেন, “অনেকদিন হলো, আড্ডা দেওয়া হয় না। এবার আড্ডার বিষয়টাও ঠিক হয়ে গেলো, করোনা হওয়ার পর আমরা কী করেছিলাম। এই একটা জায়গায় আমি এগিয়ে রইলাম কিন্তু। ফলে আমি তাকে এ বিষয়ে জ্ঞান দিতেই পারি। আড্ডাটা দ্রুত হোক।”



করোনায় আক্রান্ত জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে মাশরাফির করা ফেসবুক পোস্টে অসংখ্য ভক্ত ও সমর্থক সহ শুভাকাঙ্ক্ষীরা সুস্থ হয়ে উঠার জন্য দোয়া করছেন। সেখানে আইসিটি প্রতি মন্ত্রী জুলায়েদ আহমেদ পলক লিখেছেন, মহান আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।
ব্যাটসম্যান ইমরুল কায়েস লিখেছেন, ‘মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের করোনা আক্রান্তের সংবাদ শুনে হতবাক। আশাকরি দ্রুত সেরে উঠবেন এটাই প্রার্থনা।’ সতীর্থ পেসার রুবেল হোসেন ফেসবুক পোস্টে বলেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুক প্রিয় ম্যাশ ভাই।’ তাসকিন লিখেছেন, ‘ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ভাইয়া। মহান আল্লাহ হেফাজত করুক। সবাই মন থেকে দোয়া করবেন।’
অভিনেত্রী শবনব ফারিয়া লিখেছেন, “আপনার কিচ্ছু হবে না! আপনি ফাইটার, আপনার আরো অনেক দিন ভাল থাকতে হবে, সুস্থ থাকতে হবে! এখনো অনেক পথ বাকি, আমরা সবাই অনেক অনেক দোয়া করছি।”
সাদীয়া বিনতে আজহার মাশরাফির একজন পাগল ভক্ত, নিজের ছেলের নামও রেখেছেন মাশরাফি। মাশরাফির পোস্টে তিনি লিখেছেন, “মাঠে আপনি যেমন হেরে যাওয়ার সময়ও মাথা ঠান্ডা রেখে টিমকে জেতান। ঠিক তেমনি এখনও করোনা বদমাইশটারে একদম আউট কইরা ধরে দিবানে। ভালোবাসি আপনাকে এতই বেশি, তাই নিজের পোলার নামই রাইখা দিছি মাশরাফি।”
মোশাররফ হোসাইন সজীব নামের একজন ভক্ত লিখেছেন, “অপ্রতিরোধ্য মাশরাফি অদৃশ্য ভাইরাস মোকাবিলা করে ফিরবেন ইনশাআল্লাহ। আপনি কাপ্তান, আপনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।”
আরও পড়ুন-
- সাংসদ মাশরাফি করোনা পজিটিভ
- করোনায় আক্রান্ত নাফিস ইকবাল
- এবার করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক