দশদিন প্রানঘাতী করোনার সাথে লড়াই করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনাভাইরাস জয় করেছেন। করোনা মুক্তির বিষয়টি মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী নিশ্চিত করেছেন।
গত ১১ জুন করোনা উপসর্গ নিয়ে তাদের টেস্ট করা হলে পরদিন মন্ত্রীর দেহে কোভিড-১৯ পাওয়া যায়। তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর ও মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন তখন।
আজ (২১ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকে ব্যাক্তিগত সহকারী ফারুক হোসেন জানান, আজ দ্বিতীয় টেস্টেও মাননীয় মন্ত্রী মহোদয়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় চলে এসেছেন। মন্ত্রী এখন পূর্ণ সুস্থ।
উল্লেখ্য, গত ঘণ্টায় দেশে ১৫ হাজার ৮৮৫ টি নমুনা পরিক্ষায় ৩ হাজার ৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬৪ জনে।