তুরাব খাঁ

মৌলভীবাজারের কুলাউড়ায় ‌টিলার গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়েছিলো সালমান আহমদ (১৫) নামের এক কিশোর, এর কারণে তাকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তোরাব খাঁকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় সালমানের মা বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করলে বেরিয়ে আসে হত্যার রহস্য। গ্রেফতার করা হয় হত্যাকারীকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আসামি তোরাব খাঁ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, তুরাব খাকে বুধবার ১০ দিনের রিমান্ড চেয়ে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টিলায় কাঁঠাল চুরির ঘটনায় কিশোর সালমানকে খুন করে তুরাব খাঁ পাশের টিলায় ফেলে রাখে।

নিহত সালমান কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নের জগৎপুর গ্রামের সাহাদ মিয়ার ছেলে। হত্যকারী তুরাব খাঁ ওই এলাকার সুজন খাঁর ছেলে।