ভাষা সৈনিক ও সংস্কৃতিজন কামাল লোহানীকে কিছুক্ষণের ভেতর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আগের মতোই অবনতিশীল রয়েছে।
এর আগে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কামাল লোহানীকে তার স্বজনরা তাকে রাজধানীর সিএমএইচে ভর্তি করানোর ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হয়।
শুক্রবার (১৯শে জুন) সকালে, কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেন। গত বুধবার (১৭ই জুন) হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় কামাল লোহানীকে। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের সহকারি ব্যবস্থাপক এবিএম হাসানুজ্জামান জানিয়েছেন, বয়সজনিত কারণে নানা রোগে আক্রান্ত এ বিশিষ্ট লেখক এর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তার জন্য আইসিইউ প্রয়োজন।
তিনি দীর্ঘদিন থেকে ক্রনিক কিডনি ফেইলিওর, ফুসফুসে পানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বাধ্যক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।