কচুয়া

বৃক্ষরোপণ কার্যক্রমের অন্যরকম নজির গড়া চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির এবার ঘোষণা দিয়েছেন মুজিববর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণের। গাছের চারা পাওয়ার একমাত্র শর্ত, পরিচর্যা নিশ্চিত করতে হবে।

গতকাল(১৯ জুন) নিজের ফেসবুক একাউন্ট থেকে বিগত সময়ে কম বেশি এক লাখের মতো গাছের চারা ও বজ্রপাত থেকে রক্ষ পেতে গত বছর প্রায় পাঁচ হাজার তাল গাছের চারা লাগিয়েছেন জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, “কচুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে এ বছরও কয়েক হাজার নতুন চারা গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। যদি কচুয়া উপজেলার কোন ক্লাব, সমিতি, সংগঠন, সাংস্কৃতিক পরিষদ, এনজিও প্রতিষ্ঠান, কোন দাতব্য সংস্থা, পাড়া
বা মহল্লার যে কোন প্রতিষ্ঠান নিতে ইচ্ছা প্রকাশ করে থাকেন। তাহলে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের নিদিষ্ট
সভাপতি ও সাধারন সম্পাদকের মাধ্যমে উপজেলা পরিষদে যোগাযোগ করতে হবে।”

ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে চৌদ্দ প্রজাতির গাছের চারা দেয়া হয়ে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিনামূল্যে গাছ নেয়া শর্ত হিসেবে তিনি জানান, “গাছ প্রদান করার পর উক্ত গাছগুলো অবশ্যই গ্রামীণ সড়ক অবকাঠামোর রাস্তায় রোপন করতে হবে। গাছের সকল ভালো মন্দ নিজেদের বহন করতে হবে। গাছ লাগানোর পর প্রথম দুই বছর গরু, ছাগল বা অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করার সকল ব্যবস্থা নিতে হবে।

বিতরণ করা গাছগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন-