অদৃশ্য শক্তি করোনায় দেশে ষাটোর্ধ্বদের আক্রান্তের হার তুলনামূলক কম হলেও, মৃত্যুহার বেশি। এমন সমীকরণের মধ্যে অনেকটা সুখবর দিয়েছেন গোপালগঞ্জের ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত শতবর্ষী এক নারী। তিনি করোনাকে জয় করেছেন।

গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ার খবিরুন্নেসা
শতবর্ষী মানুষটি দীর্ঘদিন শয্যাশায়ী। ত্বকের ক্যান্সারসহ শরীরে বাসা বেধেছে নানা রোগ। এরই মাঝে আক্রান্ত হন করোনায়।

গেল মাসে ক্যান্সারের চিকিৎসায় ঢাকায় মেয়ের বাড়িতে আসেন তিনি। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানোর পর তিনিসহ পরিবারের চার সদস্যের শরীরে মেলে করোনার অস্তিত্ব। তবে, সঠিক পরিচর্যা ও সু-চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।  

চিকিৎসকরা বলছেন, করোনায় প্রবীণরা রয়েছেন উচ্চ ঝুঁকিতে। তবে, সংক্রমণ মানেই মৃত্যু নয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, এই ঘটনা থেকে চিকিৎসক হিসেবে বলতে পারি আমরা আরও সাহসিকতা নিয়ে চিকিৎসা করতে পারবো। বৃদ্ধরা করোনায় আক্রান্ত হলেই যে মারা যায় এমন বিশ্বাস থেকেও মুক্ত পাওয়া যাবে।