করোনাভাইরাসের ভয়াল থাবায় ৮ জুন পর্যন্ত বাংলাদেশে ৯৩০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। দেশের মোট মৃত্যুর ৮৫ দশমিক ৪৮ শতাংশ ঘটেছে ঢাকা মহানগর, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে।
কোন জেলায় করোনাভাইরাসের কারণে কতো মৃত্যু হয়েছে তা সরকারিভাবে জানানো না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ এক কর্মকর্তার দেয়া তথ্য বলছে, দেশের মোট মৃত্যুর ৮৫ দশমিক ৪৮ শতাংশ ঘটেছে ঢাকা মহানগর, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে। বাকি ১৪ দশমিক ৫২ শতাংশ মৃত্যু হয়েছে দেশের বাকি জেলাগুলোতে।
এবং করোনায় আক্রান্ত হয়ে শুধু ঢাকা শহর ও বিভাগেই ৮ জুন পর্যন্ত ৫৮ দশমিক ৯২ শতাংশ মৃত্যু হয়েছে। আর ঝুঁকির দিক দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের পরেই রয়েছে চট্টগ্রামের অবস্থান।
গত ৮ জুন পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতে করোনাভাইরাসের কারণে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। আর ঢাকা বিভাগের বাকি জেলাগুলোতে মৃত্যু হয়েছে ২৭০ জনের। এছাড়া চট্টগ্রামে ২৪৭ জন, সিলেটে ৩৫ জন, রংপুরে ২৪ জন, বরিশালে ২২ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহীতে ১৮ জন এবং খুলনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার শহরের পর মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই ৯৯ মৃত্যু নিয়ে অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। এছাড়া কুমিল্লায় ৪৭ জন, মুন্সীগঞ্জে ৩২ জন, নোয়াখালীতে ৩১ জন, সিলেটে এবং চাঁদপুরে ২৬ জন, কক্সবাজারে ২১ জন, গাজীপুরে ১৮ জন, কিশোরগঞ্জে ১৫ জন, নরসিংদীতে ১৪ জন এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৮ জুন পর্যন্ত কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বাকি জেলাগুলোতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক অংক অতিক্রম করেনি।
জেলা ভিত্তিক মৃত্যুর তথ্য প্রদান করার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বলেন, “আমরা জেলাভিত্তিক মৃত্যুর তথ্য প্রদান করছি না, কারণ এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আমরা বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করছি, যা সহজবোধ্য।”
তিনি আরও বলেন, অনেক জেলার রোগীরা নিজ জেলায় চিকিৎসা না নিয়ে অন্য জেলায় চিকিৎসা নিচ্ছে। সে কারণে অনেকে নিজের জেলার বাইরের হাসপাতালে মারা যাচ্ছেন। এক্ষেত্রে জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা গণনা করলে একই মৃত্যু একাধিকবার অন্তর্ভুক্ত হতে পারে।