হানিফ

মহামারী করোনাভাইরাসের মধ্যেই কানাডায় পরিবারের কাছে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গত শুক্রবার রাতে কানাডার উদ্দেশে তিনি বাংলাদেশ ছাড়েন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা হানিফের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে কানাডায় থাকেন। এছাড়া বড় ভাই রবিউল আলম ও এক ছোট বোন কানাডায় থাকেন। তার ব্যক্তিগত সহকারী তারিক-উল ইসলাম টুটুল জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে কানাডা গেছেন হানিফ।

হানিফ করোনাভাইরাসে আক্রান্ত কি না- এমন প্রশ্নে টুটুল বলেন, “অনেকে বিভ্রান্তি ছড়াতে এমন গুজব ছড়াচ্ছে।” দীর্ঘ দিন পরিবারের সাথে দেখা করতে পারেননি বলেই হানিফ কানাডায় গিয়েছে জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের সম্মেলন, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনৈতিকভাবে ব্যস্ত থাকায় দীর্ঘ দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি হানিফ স্যার। তাই এই সময়ে দলীয় কার্যক্রম একটু কম থাকায় পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গেছেন।”

‘খুব শিগগিরই’ হানিফ দেশে ফিরবেন বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী।