মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে একটি অনলাইন পোর্টালের করা খবরের হেডলাইন দেখে বেজায় চটেছেন তিনি। এর সমালোচনা করে ফেসবুকে লিখেছেনও!

‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি’ একটি অনলাইন পোর্টালটির করা এমন শিরোনামের স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুক পেজে পোষ্ট করেছেন মাশরাফি। লিখেছেন- ‘এ কেমন শিরোনাম, সাংবাদিকতার সেরা নিদর্শন… যারা (সাংবাদিক) বছরের পর বছর এই পেশাটাকে শুধু পেশা হিসাবেই না সর্বচ্চো সম্মানের সাথে করে আসছেন উনারাও এসব দেখে লজ্জা পান, মনে হয়।’

খবরের ঘটনাটি গত ১ জুনের। লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কাজি হারুন অর রশিদের মেয়ে অন্তঃসত্ত্বা ইতি খানমকে নির্যাতন করে রাস্তায় ফেলে যায় স্বামী তিতাস কাজি। অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকা ইতির কথা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানায় স্থানীয় লোকজন। পুলিশ তাকে প্রাথমিক অবস্থায় একজন নারী গ্রাম্য পুলিশের কাছে রাখে।

পরবর্তীতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঘটনাটি জানলে তাঁর নির্দেশনায় স্বামীর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার (০৮ জুন) দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতাল থেকে ইতিকে স্বামীর বাড়িতে দিয়ে আসেন।

মাশরাফি

এমন খবরটিকে চটকদার শিরোনাম দিয়ে লিখা হয়েছে, তবে ইতিমধ্যেই হেডলাইনটি পরিবর্তন করেছে পোর্টালটি। আগের হেডলাইন থেকে সড়ে এসে প্রথমে ‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, পাশে দাঁড়ালেন মাশরাফি’ দিলেও বর্তমানে খবরটির হেডলাইন রাখা হয়েছে ‘মাশরাফির নির্দেশে স্বামীর বাড়িতে ঠাঁই হলো ইতির’

চটকদার শিরোনামের সমালোচনা করে দেয়া মাশরাফির পোস্টে নানান তির্যক মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন ভক্ত ও নেটিজনরা। রম্য লেখক সোহাইল রহমান মন্তব্য করেছেন- তাও ভালো লিখেনাই, ‘রাস্তায় থাকা মহিলার সাথে এ কী করলেন মাশরাফি!’ অথবা, ‘তোমার স্বামীর সব দায়িত্ব আজ থেকে আমি পূরণ করব, রাস্তার মহিলাকে কাছে নিয়ে বললেন মাশরাফি!’