সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এ্যাড. সাহারা খাতুন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।
গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জ্বর, লিভারে সমস্যা ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
শুক্রবার (১৯ জুন) সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
সাহারা খাতুনের ভাগিনা মজিবুর রহমান বলেন, গত ২জুন দিবাগত রাতে ইউনাইটেডে ভর্তি করা হয়। পরে সেখানে লিভারসহ শারীরিক নানা সমস্যা ধরা পড়ে। এতোদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। তবে আজ সকালে অবস্থার অবনতি হলে একই হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় আসলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।