“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ফরিদগন্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী, পৌর যুবলীগের সভাপতি সজীব আহমেদ, সাধারণ সম্পাদক পাবেল পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য জাহিদ হাসান, পৌর যুবলীগ নেতা মোঃ নাছির উদ্দীন প্রমুখ।
খাজে আহমেদ মজুমদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়ের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি, তারই ধারাবাহিকতায় উপজেলা যুবলীগের উদ্যোগে আজকের এই কর্মসূচি।
তিনি প্রত্যেক নেতাকর্মীদের সবার আঙ্গীনায় তিনটি করে ফলজ, বনজ, ও ঔষধি গাছ লাগানোর পরামর্শ দেন। উপজেলা যুবলীগের আহব্বায়ক আবু সুফিয়ান শাহীন বলেন, তিন মাসব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী চলমান রয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় যুবলীগের যোষিত সকল কর্মকান্ডে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অতীতেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, বর্তমানেও করছে, এবং ভবিষ্যতে ও আমরা প্রস্তুত রয়েছি।