স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি।

ইকবাল কবীরের পরিবারের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইকবাল কবীরের স্ত্রীর কাছ থেকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের বিষয়ে জেনেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক এখন বাসায় আইসোলেশনে আছেন। তার এমনিতে কোনো শারীরিক সমস্যা নেই। তিনি ভালো আছেন।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর হিসাবে দেশে এখন পর্যন্ত তিন হাজার ৩০১ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৪০ জন।

আরও পড়ুন-