করোনার তীব্র সংকটে মাদক তৎপরতা থেমে নেই। কক্সবাজারে চলমান কঠোর লকডাউনেও একের পর এক মাদককারবারী ধরা পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে । কক্সবাজার শহরের রেড জোন এলাকা দক্ষিণ টেকপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধারসহ আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সূত্রে জানাযায়, শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার পৌরসভাধীন দক্ষিণ টেকপাড়া প্রফেসর আনোয়ার হোসেনের মালিকানাধীন বিল্ডিংয়ে ভাড়াটিয়ার ঘর থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । উক্ত ঘটনায় মোঃ ইউছুফ আলী (৫৯) নামে এক মাদক কারবারি ৫০ বোতল ফেনসিডিল সহ আটক হয়।
আটক ব্যাক্তি লক্ষীপুরের মতলবপুর , ৫ নং ইউনিয়ন পার্বতীপুরের মৃত মোহাম্মদ উল্লাহর পুত্র বলে জানা যায়।
সে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ায় প্রফেসর আনোয়ার হোসেনের ভাড়াটিয়া বলে জানা যায়।
আটক মোঃ ইউছুফ আলীকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।
মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্য্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা।