করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন করোনা রোগী।

এ নিয়ে দেশে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো ১,১৩৯ জনের। আর, করোনায় মোট শনাক্ত হলেন ৮৪ হাজার ৩৭৯ জন ব্যক্তি। এর ফলে, সংক্রমণের হারে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। যে দেশে প্রথম করোনার সূচণা হয়েছিলো। চীনে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর, দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।

শনিবার (১৩ই জুন), রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৬৩৮টি। এরমধ্যে ২,৮৫৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৯৪ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘন্টায় আরও ৫৭৮ জনসহ এ পর্যন্ত এই রোগ থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৮২৭ জন।