গত ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৬ জন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫১০টি, যাতে আরও ২ হাজার ৬৯৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতান বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
বুলেটিনে তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।