মাদারীপুর শহরের এক ব্যক্তি করোনা পরীক্ষার নমুনা না দিলেও তিনি করোনা পজিটিভ বলে দাবী করছে মাদারীপুর স্বাস্থ্য বিভাগ। এতে এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাকদী এলাকার ইচাহাক হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদার (৩০) করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেননি। তবে মঙ্গলবার তার মোবাইলে একটি ফোন আসে, বলা হয় তিনি করোনা পজিটিভ। এ ছাড়াও স্বাস্থ্য বিভাগের লোকজনও তাকে খুঁজতে থাকে। এতে বিব্রতকর অবস্থায় পড়েন সিদ্দিক।
সিদ্দিক গণমাধ্যমকে বলেন, “আমি করোনা পরীক্ষার নমুনা দেইনি। আমি সম্পূর্ণ সুস্থ। কে বা কারা আমার মোবাইল নম্বর দিয়ে করোনা পরীক্ষার করিয়েছে। এখন প্রশাসনের লোকজন আমাকে খুঁজছে এবং এলাকা লোকজন ঘটনা জানার পরে আমাকে সন্দেহ করছে তাই বাধ্য হয়ে আজ আমি করোনা পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নমুনা দিয়ে এসেছি।”
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন বলেন, “এমন হওয়ার সুযোগ নেই। যে পরীক্ষা করেছে তার রিপোর্টই এসেছে। তবে সিদ্দিকের নাম ও মোবাইল নাম্বার ব্যাবহারকরে অন্য কেউ নমুনা দিয়েছিলো বলে আমরা ধারনা করছি। যে নমুনা দিয়েছে তাকে আমরা খুঁজে বেরকরার চেষ্টা করছি। আগামীতে কোন প্রাপ্তবয়ষ্ক করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসলে আমরা তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করবো।”