নাফিস ইকবাল

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হলেও শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন তিনি।

একটি ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস বেশ কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন। তবে কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করা এই ক্রিকেটার এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ রয়েছেন। বর্তমানে নিজ বাসায় রয়েছেন আইসোলেশনে।

২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক নাফিস ইকবালের। খান পরিবার থেকে উঠে আসা এই ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিখ্যাত সেই জয়ের ম্যাচটি ছিল নাফিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে খেলেই থেমে যেতে হয় এ ওপেনারকে।