জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনা পজেটিভ হয়েছেন গত ২০ জুন। সকালে খবর বের হয়, ‘মাশরাফির স্বাস্থ্যের অবনতি, সিএমএইচে নিতে চায় পরিবার’। কিন্তু মাশরাফি জানিয়েছেন সুস্থ আছেন তিনি।
বাসায় থেকেই চিকিৎসা নেয়া মাশরাফি নিজের ফেসবুক পেজে জানান, “আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।”
মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যম দাবি করে, গতকাল মাশরাফির জ্বর ছিল না তবে সামান্য কাশি ও শরীর ব্যথা ছিল। কিন্তু আজ (সোমবার, ২২ জুন) হঠাৎ তার স্বাস্থের অবনতি ঘটেছে। সে সব খবরে পুরনো অসুখ অ্যাজমা কারনে সকাল থেকেই বুকে চাপ অনুভব করছেন দাবি করা হয়। এমন কি এও দাবি করা হয়, মাশরাফিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার সদস্যরা।



এমন খবরের সাথে ডালপালা মেলে যুক্ত হয় গুজব। গুজব ছড়ানো হয়, হাসপাতালে রুম পাচ্ছে না মাশরাফি বিন মুর্তজা। এসব খবরের কোন ভিত্তি নেই জানিয়ে মাশরাফি লিখেছেন, “হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।”
আক্রান্তের খবর জানিয়ে যেমন দোয়া চেয়েছেন সবার কাছে। আজ আবারও সবার কাছে দোয়া চেয়ে ক্যাপ্টেন ফ্যান্টাসটিক লিখেছেন, “সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।”
আরও পড়ুন-
- নির্লোভী ইজিবাইক চালক, ফেরত দিলেন ৬১ লাখ টাকা
- বাংলাদেশকে ‘খয়রাতি’ লিখেছে ভারতীয় গণমাধ্যম
- দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, আক্রান্ত ৩৪৮০