USA Corona Afected

প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনাভাইরাসের। প্রতিদিন মৃত্যুর মিছিলে বাড়ছে সংখ্যা। টালমাটান গোটা বিশ্ব, করোনার নতুন ‘হটস্পট’ এখন ব্রাজিল। আক্রান্ত বাড়ছে বাংলাদেশেও। বিশ্বে করোনা আক্রান্তে সবার উপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, ঊনিশে বাংলাদেশ।

করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুতেও সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ২০১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩ ৪জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিলে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন। মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮ জন।

গত মাসেও আক্রান্তের তালিকায় তলানীতে থাকা বাংলাদেশ পার করছে কঠিন সময়। এ মাসের শুরু থেকে প্রতিদিনই প্রাত তিন হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছে। ফলে গোটা বিশ্বে করোনায় আক্রান্ত দেশের তালিকায় ঊনিশে উঠে এসেছে বাংলাদেশ। দেশে গতকালও আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১৮৭ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৮ হাজার ৫২ জন। আর করোনায় আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪৯ জন।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৫৩২ জনের। ৪১ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যুর কারণে, বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রিটেন। আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পঞ্চম। ব্রিটেনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশের পাশবর্তী দেশ ভারত আছে আক্রান্তের তালকায় চারে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছুঁইছুঁই। ২ লাখ ৮৯ হাজার ৩৬০ জন করোনা আক্রান্ত নিয়ে ছয়ে আছে স্পেন। এরপরেই অবস্থান গতমাসে করোনার ভয়াল রূপ দেখা ইতালির। এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন সোয়া দুই লাখের বেশী মানুষ। পাকিস্তানের অবস্থান পনেরো, দেশটিতে আক্রান্ত এখন প্রায় সোয়া এক লাখ মানুষ।

জরিপ ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৭ হাজার ৩৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।