ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ।
আজ সকালে ধানমন্ডি-৩২ নাম্বারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংগঠনটির পক্ষ থেকে বাঙালীর মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় কর্মী ও নেতাদের চিরাচরিত ভীর ছিলো না সেখানে। জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপিত স্বাস্থ্যবিধির কারণেই জনসমাগম না করে ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় দুই নেতা শ্রদ্ধা জানান।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ জুন একটি অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। আজকের এই ঐতিহাসিক দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং বাঙ্গালী জাতির মুক্তির সনদ ৬ দফা বাস্তবায়নের জন্য যারা রাজপথে সংগ্রাম করেছিলেন, সেই বীর সেনানীদের বাংলাদেশ ছাত্রলীগ গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছে।”