চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সোহাগ হোসাইনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘চাঁদপুর পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশন’ এর উদ্যোগে তৃতীয় ধাপে চিকিৎসার শেষ আর্থিক তুলে দেওয়া হয়।
গত ২০ মে বুধবার সোহাগ হোসাইন লিভার জনিত সমস্যায় শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তারের পরামর্শনুযায়ী হাসপাতালে ভর্তি হন। তারপর চিকিৎসা হয়ে ২২ মে শুক্রবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলে ফের শারীরিক অবস্থা অবনতি হলে রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। কিন্তু ফের অবস্থার অবনতি হলে উদ্বেগ প্রকাশ করে পরিবারের ছোট ভাই-বোন সহ শুভাকাঙ্ক্ষীরা। তখন উন্নত চিকিৎসার জন্য (৩১ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়।
দীর্ঘ ১৩ দিন আইসিইউতে ও ৪দিন হাসপাতালের কেবিনে থাকার পর কিছুটা সুস্থ হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গত ৭ জুন (রবিবার) হাসপাতাল থেকে বাসায় প্রেরন করেন।
সোহাগ হোসাইনের চিকিৎসা সেবা নিশ্চিত প্রসঙ্গে চাঁদপুর পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বলেন, আমাদের প্রাণের প্রতিষ্ঠানের একজন সাবেক শিক্ষার্থীকে চিকিৎসার কারনে হারাতে চাই না তাই আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে সোহাগের চিকিৎসার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছি। এবং ভবিষ্যতে এসোসিয়েশনের যে কোন সদস্য সমস্যার সম্মুখীন হবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসব। আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।
এ বিষয়ে সোহাগ বলেন, আমার বিপদের মুহূর্তে যারা এগিয়ে এসেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমার জন্য দোয়া চাই যেন পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারি। তাছাড়া চাঁদপুর পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনের সাফল্য কামনা করি।