“মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে জেলা ছাত্রলীগ।

গতকাল (১৭ জুন) চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি পুরানবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জহির ঊদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছাড়াও বৃক্ষ রোপন কার্যক্রমে ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

জেলা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার অংশ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচি। মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখার তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। চাঁদপুর জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩ টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেয়া হয়েছে।