‘মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বৃক্ষ রোপন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল (১৮ জুন) বগুড়া শহরের বৃন্দাবন এলাকায় গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ বিকালে শহরের বৃন্দাবন পাড়া এলাকায় বৃক্ষ রোপন করেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আওতাধীন অমর একুশে হল ছাত্রসংদের জি.এস আহসান হাবীব।

বৃক্ষরোপণ কর্মসূচী শেষে সাজ্জাদ আলম পারভেজ জনতারমুখ’কে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। মুজিব শতবর্ষে সারা দেশের মতো আমরা জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো। জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩ টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেয়া হয়েছে।’