চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পরিবারকে আত্মীয়স্বজনরা প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করতে গেলে স্থানীয় প্রভাবশালী চক্র বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার এসব অভিযোগের কথা জানান ভুক্তভোগী পরিবারের প্রধান নিমাই সাহা। তিনি জানান বাধার মুখে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না।
গত ২১ জুন নিমাই সাহা ও তার পরিবারের সাত সদস্যের করোনা শনাক্ত হয়। ২২ জুন পুলিশ ও উপজেলা প্রশাসন তাদের বাড়ি লকডাউন করে। ওই এলাকার মোট ১১ পরিবার এ লকডাউনের আওতায় আছে। তাদের অধিকাংশ ব্যবসায়ী হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।
লকডাউনে থাকা শিক্ষক বিকাশ সাহা বলেন, ‘প্রশাসনের নির্দেশ মেনে আমরা লকডাউনে আছি। গত কয়েকদিন ধরে আমাদের জন্য ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসা আত্মীয়স্বজনদের বাধা দেওয়া হচ্ছে। হুমকি দিয়ে বলা হচ্ছে যাতে তারা না আসে। এ কারণে আমরা অসহায়ভাবে দিনযাপন করছি। এলাকার নুর ইসলাম কন্ট্রাকটরের নেতৃত্বে বাধা দেয়া হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে নুর ইসলাম কন্ট্রাকটর বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বাধা দেইনি। প্রয়োজন পড়লে আমি সহযোগিতা করব তাদের।’
সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকার চেয়ারম্যানকে বলেছি। আশা করি আক্রান্ত পরিবারের কোনো সমস্যা হবে না।’