করোনা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেলেন। তার নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা শনিবার (২০ জুন) জানিয়েছেন, গতকাল শুক্রবার (১৯ জুন) তিনি মারা যান। তিনি আরও জানান, কনস্টেবল ফয়সাল আলমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ২৮ জন সদস্য মারা গেছেন। পুলিশ সদর দফতর জানিয়েছে, শনিবার (১৯ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ৮ হাজার ৪৯৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১১ জন।

আরও পড়ুন-