ধর্ষণ

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মোঃ নাসির হাওলাদার (৪৫) আটক করে র‌্যাব-৮। আসামী মোঃ নাসির হাওলাদার (৪৫) পটুয়াখালীর ভিকাখালি এলাকার মৃতঃ মোছের হাওলাদার এর ছেলে।

শনিবার (২১ জুন) দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকায় র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক জনাব মোঃ রইছ উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কোম্পানী অধিনায়ক  জনাব মোঃ রইছ উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানাধীন কাঠালতলি বাজার এলাকায় থেকে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মোঃ নাসির হাওলাদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে পটুয়াখালী মির্জাগঞ্জ থানার হ-ত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে (মির্জাগঞ্জ থানার মামলা নং-৫/৪৪)। আটককৃত আসামীকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।