গত ১ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সহকারীর করোনা পজেটিভ হওয়ায় আজ আইসোলেশনে গেছেন তরুণ সংসদ শেখ তন্ময়। গতকাল চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য আক্রান্ত হয়েছেন। তিনি সহ এ পর্যন্ত আটজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
মোছলেম উদ্দিন– চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন গতকাল (১১ জুন)। আক্রন্তদের মধ্যে সাংসদের স্ত্রী, ছেলে ও নাতি রয়েছেন।
রনজিৎ কুমার রায়– কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, এরপর এমপিসহ পরিবারের সদস্য ও এপিএসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়েছিল। গত ৮ জুন পরীক্ষায় এমপির করোনা পজিটিভ আসে, অন্য সকলের নেগেটিভ। এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বীর বাহাদুর উশৈসিং– গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনাক্তের কিছু দিন আগে থেকেই মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি এখন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন।
ফরিদুল হক খান দুলাল– জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জুন। সাংসদ নিজেই গণমাধ্যমকে এ খবর জানিয়ে বলেছেন, আমি সু্স্থ আছি। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।
মোস্তাফিজুর রহমান চৌধুরী– গত ২ জুন চট্টগ্রাম-১৬ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। তবে সাংসদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ৫ জুন। শুধু তিনিই নন, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কারও বড় কোনো শারীরিক সমস্যা নেই, সবাই বাসায় আইসোলেশনে আছেন বলে জানান এই সাংসদ।
মোহাম্মদ নাসিম– সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ জুন। সেদিন বিকালে নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হন সাংসদের স্ত্রী। ১০ জুনের পরীক্ষা মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ রিপোর্ট আসে, তবে নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা ভাবছে পরিবার।
মোহাম্মদ এবাদুল করিম– ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ১৯ মে, গণমাধ্যমে খবর আসে ২৬ মে। এই সাংসদ ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকছেন, এবং ইতিমধ্যেই তিনি করোনামুক্ত হয়েছেন। গত ২৯ মে তার শরীরে করোনাভাইরাস নমুনা পরীক্ষাযর ফলাফল ২য় বারের মতো নেগেটিভ এসেছে।
মো. শহীদুজ্জামান সরকার– নওগাঁ-২(ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য এবং সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার করোনা ভাইরাস আক্রান্ত হন গত ১ মে। এরপর থেকে তিনি ন্যাম ভবনে আইসোলেশনে ছিলেন। আক্রান্ত শনাক্তের বাইশ দিন পর গত ২৩ মে সাংসদের একান্ত সচিব জানান, এমপি শহীদুজ্জামান সরকার করোনাযুদ্ধে জয়ী হয়েছেন। তার তৃতীয়বারের রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।